মো: সিরাজুল মনির (চট্টগ্রাম ব্যুরো): আন্তর্জাতিক বিশ্ব পর্যটন দিবস ২০২৪ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এক র্র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ২৭ সেপ্টেম্বর সকাল দশটায় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এর নেতৃত্বে এক র্র্যলী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে এক আলোচনা সভা সকাল ১০ঃ৩০ মিনিটে নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার হাসান ইকবাল চৌধুরী।
সবায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হক। এতে বক্তারা বলেন বাংলাদেশে আরও উন্নত মানের হোটেল রিসোর্ট নির্মাণ করে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হবে। এতে দেশের রাজস্ব বাড়ার পাশাপাশি দেশীয় পর্যটন শিল্পের উন্নতি ঘটবে। দেশি-বিদেশি পর্যটকদের অধিক নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত কাজ করতে হবে।
বিশেষ করে স্থানীয় জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশের কার্যক্রমের গতি আরো বাড়াতে হবে। নানামুখী প্রচারণার মাধ্যমে বাংলাদেশের পর্যটন স্পট গুলোকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে।