মোঃ ইউসুফ আলী ( মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): একটি ফুটন্ত গোলাপের প্রস্থান সরিষাবাড়িতে ট্রেনের ধাক্কায় সদ্য বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করা মাদারগঞ্জের মেহেদী ( ২৭) এর মৃত্যু। মেহেদী পূর্ব সুখনগরী এলাকার লাঞ্জু মন্ডলের ছেলে। তার পরিবার সরিষাবাড়ি শিমলা বাজার এলাকায় থাকতেন।
জানা গেছে, মেহেদী গতকাল বৃহস্পতিবার বিকালে বাউসী পপুলার এলাকায় ঘুরতে যায়। ঘুরতে গিয়ে বাউসী রেলওয়ে ব্রীজের ১০০ গজ দক্ষিণে রেললাইনের পাশে স্লিপারের উপর দাঁড়িয়ে পশ্চিম দিক হয়ে দুই কানে হেডফোন লাগিয়ে কথা বলছিল।
এমন সময় তারাকান্দি হতে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন বাউসী ব্রীজ অতিক্রম করছিল। ট্রেন চালক একাধিকবার বাঁশি দিলেও শুনতে পায়নি মেহেদী। যখন সে বুঝতে পারে তখন ট্রেনটি তার সম্মুখে এবং ঘুরে তাকানোর সাথে সাথেই ট্রেনের সাথে ধাক্কা লেগে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মৃত্যু বরন করেন ৷