মোঃ দুলাল (গাইবান্ধা জেলা স্টাফ রিপোর্টার): গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বালাসি ঘাটে আজ ৫ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হয়। মহাঅষ্টমী তিথি উপলক্ষে পুণ্যস্নান ও বান্নির মেলা।
হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটিকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা হিন্দু সম্প্রদায় ভক্তরা এসেছে। প্রতি বছরের মতো এবারও ব্রহ্মপুত্র নদে পবিত্র স্নান করতে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ বালাসি ঘাটে আসেন। তাঁদের বিশ্বাস, অষ্টমী তিথিতে এই স্নানে অংশগ্রহণ করলে মন শুদ্ধ হয় ও জীবনে শান্তি আসে।
এই স্নানকে কেন্দ্র করে আয়োজিত বান্নির মেলা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। মেলায় বসে বাহারি পণ্যের দোকান, হস্তশিল্প, মাটির তৈজসপত্র, গৃহস্থালী সামগ্রী, গ্রামীণ খাবার, শিশুদের খেলনা, নাগরদোলা ও আরও নানা ধরনের বিনোদনমূলক আয়োজন।
মেলাটি শুধু ধর্মীয় নয়, এটি এখন হয়ে উঠেছে একটি বিশাল লোকজ সাংস্কৃতিক উৎসব। স্থানীয়দের ভাষায়, “এই মেলায় শুধু স্নান নয়, আত্মীয়-স্বজনদের সাথে দেখা হয়, নতুন জামা কাপড় কেনা হয়, আর আনন্দে কাটে একটা দিন।
” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এটি শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং গাইবান্ধা অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মিলনমেলার প্রতিচ্ছবি। প্রতিবছরের মতো এবারও বালাসি ঘাটে মহাঅষ্টমী স্নান ও বান্নির মেলা ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।