প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
মাদারগঞ্জের ইঞ্জিনিয়ারদের শীর্ষ সংগঠন মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ইং

মোঃ ইউসুফ আলী (মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): জামালপুরের মাদারগঞ্জের ইঞ্জিনিয়ারদের শীর্ষ সংগঠন মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংগঠনটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান জনি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সংগঠনটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুল অন্তু।
বৃহস্পতিবার বিকেলে মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরাম এর আয়োজনে উপজেলা পরিষদের খরকা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরাম এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান জনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পুলিশ হেডকোয়ার্টার এর ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান (বিপ্লব)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি খাঁজা এম এ আউয়াল, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান,ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার হাবলুল গাজী বেলাল, ইঞ্জিনিয়ার শমিউল ইসলাম শামিম,ইঞ্জিনিয়ার মাহামুদুল হাসান ডলার,ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম রিপন ইঞ্জিনিয়ার এ কে আজাদ প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এরপর সকলের সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য সংগঠনটির আহ্বায়ক প্রকৌশলী মোখলেছুর রহমান জনিকে সভাপতি ও সদস্য সচিব আরিফুল ইসলাম অন্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 স্বাধীন কাগজ. All rights reserved.