সিলেটে বাটার শো-রুম ও রেস্টুরেন্টে সন্ত্রাসী কায়দায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছেন দলের যুগ্ম মহাসচিব জনাব সোহেল সামাদ বাচ্চু।বিবৃতিতে তিনি বলেন, “এই ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ফুটে উঠেছে। এর সঙ্গে জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ধরনের হামলা শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, সামগ্রিকভাবে দেশের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”
তিনি আরও বলেন, “প্রশাসনের উচিত দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।” বাংলাদেশ সুপ্রিম পার্টি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে এবং সিলেটবাসীর প্রতি সংহতি প্রকাশ করছে যেন এই ঘটনা বাংলাদেশের কোথাও আর পুনরাবৃত্তি না হয় ।