মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

জামালপুরে পর্নোগ্রাফি মামলায় আটক ১

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ৮, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

 মোহাম্মদ ইসমাইল হোসেন  (জামালপুর জেলা সংবাদদাতা) জামালপুরের সরিষাবাড়ীতে এক কলেজ শিক্ষার্থীর ছবি ও ভিডিও কৌশলে সংগ্রহ করে তা বিকৃতের মাধ্যমে নগ্ন বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নয়ন মাহমুদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ এপ্রিল) দুপুরে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (৭ এপ্রিল) সকালে পৌরসভার আরামনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী এর আগে নিজেই সরিষাবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গ্রেফতা নয়ন মাহমুদ উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, এক গৃহশিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময় নয়ন মাহমুদ ও ভুক্তভোগী শিক্ষার্থীর পরিচয় হয়।

পরে তাদের মধ্যে মোবাইল ফোনে দীর্ঘদিন কথাবার্তা চলতে থাকে।

এ সময় নয়ন গোপনে ওই তরুণীর ছবি ও ভিডিও সংগ্রহ করে। পরবর্তীতে তরুণী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে নয়ন ক্ষিপ্ত হয়ে এসব ছবি ও ভিডিও এডিট করে অশ্লীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম, ইমো ও হোয়াটসঅ্যাপে আত্মীয়স্বজনদের কাছে পাঠিয়ে দেয়। এতে ভুক্তভোগী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এ প্রসঙ্গে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বলেন , মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে নয়ন মাহমুদকে গ্রেফতার করা হয়। পরে গতকাল বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - সংবাদ