সাগর বাদশা (স্টাফ রিপোর্টার): সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের উওর জামসিং মাঠে শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম -সাভার পৌর মেয়র প্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ রাশেদুজ্জামান বাচ্চু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান, মোঃ হযরতআলী-সহ-সভাপতি,পাথালিয়া ইউনিয়ন বিএনপি,মোঃ জীবন হাওলাদার-সাভার পৌর যুবদল – সহ স্থানীয় পযার্য়ের অন্যান্য নেতৃবৃন্দ।। বিশেষ অতিথি ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক বলেন,আমি খেলার লোক,মাঠের লোক।আমি আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিবো।আপনারা সকলেই আমার বড় ভাই খোরশেদ আলম ভাইয়ের পাশে থাকবেন।
ভাই ও আমি দুজনে মিলে এই এলাকার মাঠ তৈরী করবো।খেলাধুলায় শিশুদের মাদক-ছিনতাই থেকে দূরে রাখে।
আমি ভিক্টোরিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে বলছি খেলাধুলার জন্য সর্বোচ্চ করবো। প্রধান অতিথি মোঃ খোরশেদ আলম বলেন, আমি সবসময় মাদকের বিরুদ্ধে কথা বলি।আমি আপনাদের সাথে নিয়ে সাভার থেকে মাদক-ছিনতাই-চাঁদাবাজ দূর করবো। এখন আর চিন্তার কারন নাই।কেও ভয়ভীতি দেখালে আমি আপনাদের সাথে আছি।
যারা ছাএ জনতার উপর নির্বাচনে গুলি বর্ষণ করেছে তাদের কোন ছাড় নাই। এই সাভার পৌরসভাকে উন্নয়নের রোল মডেল তৈরী করবো আপনাদের সাথে নিয়ে। যাতে বাহিরে গিয়ে এই উন্নয়নের কথা বলতে পারেন।
বিগত সরকারের মিথ্যা বানোয়াট মামলার কারনে দীর্ঘ দিন সাভারের মাটিতে ছিলাম না।তখনই পরিকল্পনা করেছি এই স্বপ্নের সাভারটাকে কীভাবে সাজানো যায়।আমি পাশ করলে সাভার পৌর সভার প্রত্যেকটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করে দেবো।খেলাধুলা বাড়ায় বল,মাদক ছেড়ে মাঠে চল-এই শ্লোগান সকলের বুকে ধারন করতে হবে।