তানজিলা শাহ্ রূবী (নেত্রকোণা জেলা সংবাদদাতা): নেত্রকোণার আটপাড়া উপজেলা লুনেশ্বর ইউনিয়নের রাজাখালী খালের পাড়ের মাটি লুটের হিড়িক পড়েছে। উপজেলার বিভিন্ন নদী খাল হতে ড্রেজারে বা ভেকু দিয়ে বালু- মাটি উত্তোলন করছে তা দেখার কেউ নাই।
তেমন কোন ব্যবস্থায় চোখে পড়েনি কারো। সরেজমিনে ঘুরে দেখা যায়,ব্রিজ সংলগ্ন খালের পাড় হতে এলাকার স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময় ভেকু দিয়ে মাটি কেটে উত্তোলন নিয়ে যাচ্ছে। এছাড়াও ব্রিজের উত্তর দিকে ৪-৫ টি স্থানে খালের পাড়ের মাটি কেটে খালের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং খালের ব্রিজটিও হুমকির সম্মুখীন হচ্ছে।
এলাকা সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার দেওগাঁও পূর্বপাড়া গ্রামের ব্রিজের সংলগ্নের দক্ষিণে আনিস , উত্তরের মৃত. আব্দুল লতিবের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ও বজলু,মামুন , এছাড়াও মেহেরজ্জামান, আব্দুল জব্বারের ছেলে ফুল মিয়া, আলী নেওয়াজের ছেলে আওয়ামী লীগের ইউনিয়নের সাংগঠনিক কাঞ্চন মিয়া, আফতাব উদ্দিনের ছেলে আজিজুর রহমান।
স্বার্থান্বেষী মহলের মাটি উত্তোলন বন্ধ না হলে উক্ত গ্রামের অন্যান্য লোকজন ও মাটি উত্তোলনের উৎসাহ পাবে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপাকে বারবার ফোন দিয়েও যোগাযোগ করা যায়নি।