এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বটগাছ ভেঙে শাপলা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। তবে ঘটনার সময় বাইরে থাকায় তার স্বামী খোকা মিয়া (৫০) বেঁচে গেছেন। রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাপলা বেগম পীরপল গ্রামের চা দোকানি খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতে নিজেদের চা দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। এ সময় তার স্বামী খোকা বাজারের বাইরে ছিলেন। হঠাৎ আকাশ খারাপ দেখে তাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেন শাপলা।
এরপরই প্রচণ্ড বাতাস সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। একপর্যায়ে দোকানের পাশে থাকা বটগাছ ভেঙে পড়ে যায়। এতে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শাপলা বেগমের মৃত্যু হয়। পরে স্বামী খোকা এসে স্ত্রীকে মৃত দেখতে পান। তবে এলাকাবাসীর অভিযোগ, বাজারে অনেক দিন ধরেই ওই গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বারবার সতর্ক করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। যার ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
এ দুর্ঘটনার খবর পেয়ে পীরপল বাজারের ঘটনাস্থলে যান গোবিন্দগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) হারুন অর রশীদ ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল চৌধুরী ডিউক। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।