তানজিলা শাহ্ রূবী (নেত্রকোণা জেলা সংবাদদাতা): নেত্রকোণা আটপাড়া উপজেলার প্রকাশ্যে গাড়ি থেকে চাঁদা আদায় করছেন মটরযান কর্মচারী ইউনিয়ন আটপাড়া শাখার সংশ্লিষ্ট নেতাকর্মীরা। সরজমিনে গিয়ে দেখা যায় আটপাড়া বাসস্ট্যান্ড হতে দৈনিক পিকআপ, ট্রাক ইত্যাদি গাড়ি হতে ২০-৫০ টাকা আদায় করে। তবে সপ্তাহে মধ্যে সবচেয়ে বেশি সোমবার বারহাট্টা উপজেলার নৈহাটি ও বৃহস্পতিবার ধর্মপাশা গরুর বাজার হতে প্রায় শত শত গরুর গাড়ির যাতায়াত রয়েছে।
গত জাতীয় নির্বাচনের পর থেকে চাঁদাবাজি বন্ধ করা হয়েছিল কয়েক মাস বন্ধ থাকলেও ৫ই আগস্টের পর থেকে পুনরায় আবার চাঁদা আদায় করা শুরু হয় সংগঠনটি । রশিদে ২০ টাকা লেখা থাকলেও অতিরিক্ত টাকা আদায় করে থাকে, না দিলে হুমকি ধামকি দিয়ে থাকে। গাড়ি চালকদের সাথে কথা বলে জানা যায়, গরুর বাজার চলাকালীন সময়ে কয়েক’শ গাড়ি এদিক দিয়ে চলাচল কর
অনেকদিন চাঁদা তোলা বন্ধ থাকার পরে আবার নতুন করে শুরু হয়েছে কয়েক মাস ধরে। টাকা না দিতে চাইলে গাড়ি আটকে জোর করে টাকা নিয়ে যায়, রশিদ চাইলে ৫০ টাকা দিতে হবে আর রশিদ না নিলে ২০ – ৪০ টাকা দিতে হবে। ভয়েই দিতে হয় না হয় এই রাস্তা দিয়ে নিয়ে যেতে দিবে না। সে সময় তারা চাঁদা বন্ধের দাবি জানান। এদিকে মটরযান কর্মচারী ইউনিয়নের আটপাড়া শাখার সভাপতি তারা মিয়ার কাছে অনুমতির বিষয়টি জানতে চাইলে তিনি এসপি ডিসির মাধ্যমে জেলার নেতারা অনুমতি নিয়েছেন এবং আটপাড়া উপজেলা প্রশাসন সকলেই এ বিষয়ে অবগত আছেন।
মটরযান কর্মচারী ইউনিয়ন নেত্রকোণার আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, শ্রম মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক ও এসপি’র কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া নাকি উনি কাজ করছেন না এমনটাই জানান তিনি। এদিকে আটপাড়া থানার ওসির সাথে কথা বললে , এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। আটপাড়ার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেন, এবিষয়ে কিছু জানেন না । বিষয়টি নিয়ে ওসির সাথে কথা বলবেন । নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা সুপারের সাথে কথা বললে তাঁরা বলেন এ বিষয়ে কোন অনুমতি দেওয়া হয়নি । আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
+4







Enter