মাসুদ সরকার, (ধামইরহাট উপজেলা সংবাদদাতা): নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উমার ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে বক্কর, হেলাল ও ফারুক প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। ২৮ মে বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কুলফৎপুর উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে এজেন্টেদের সম্মুখে প্রাপ্ত ভোট গণনা করা হয়।
গণনা শেষে আবু বক্কর আনারস প্রতীকে ২০৮ ভোট পেয়ে সভাপতি, সম পরিমান ভোট পেয়ে হেলাল হোসেন মোরগ প্রতীকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে মই প্রতীকে মোঃ ফারুক হোসেন নির্বাচিত হন
অপর প্যানেলে সভাপতি পদে মজিবুল হোসেন চেয়ার প্রতীকে ১৯৪ ভোট, সাধারণ সম্পাদক পদে রুহেল হোসেন সুমন ছাতা প্রতীকে ১৯৩ ভোট ও সাংগঠনিক সম্পাদক হাতি প্রতীকে মোঃ হাসান আলী পেয়েছেন ১৮২ ভোট বিকেল ৫ টায় উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কে এম লায়েক আলী ফলাফল ঘোষনা শেষে বলেন, অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ইউনিয়ন বিএনপির সম্মেলন নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হলো। ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন ভোটাররা।’