মোহাম্মদ রফিকুল ইসলাম, খুলনা জেলা সংবাদদাতাঃ
রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা আজ ২৮ মে বেলা -১১ টায়,উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
আইন শৃংখলা কমিটির সভায়, রূপসা থানার বিভিন্ন রকম সমস্যা নিয়ে উপস্থিত বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরেন। রাস্তাঘাট, ইস্কুল কলেজ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কৃষি, বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত প্রতিনিধিরা বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরেন, তখন রুপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, উপজেলা সহকারী কমিশনার( ভূমি)অপ্রতীম কুমার চক্রবর্তী , এবং রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, বিভিন্ন রকম সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করেন, এবং সকলের সহযোগিতা কামনা করেন, প্রশাসনিক কর্মকর্তারা বলেন আমরা সব সময় বিভিন্ন রকম সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত আছি, বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং রাজনৈতিক নেতাকর্মী ও সমাজসেবক এবং ব্যবসায়ীদেরকে তাদের পাশে থেকে কাজ করার পরামর্শ দেন।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।
বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী,রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী, শোভন সরকার,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, জ্যোতি কনা দাস,সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বাগেরহাট পল্লী বিদুৎ সমিতির রূপসা জোনের এজিএম আঃ হালিম খান,সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, রুপসা উপজেলা জামায়াতে ইসলামের আমির রূপসা মাওলানা লবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,অধ্যক্ষ অজিত সরকার, সাবেক জেলা বিএনপি নেতা,ও সাংবাদিক জিএম আসাদুজ্জামান,৩ নং নৈহাটি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইলিয়াছুর রহমান,২- নং শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, ১ নং আইচগাতি ইউপি চেয়ারম্যান,মাসুম বিল্লাহ, ৫- নং ঘাটভোগ ইউপি চেয়ারম্যান,আজিজুল ইসলাম নন্দু, মাদ্রাসা সুপার,মাওলানা শফিউদ্দিন নেছারী, গোপাল চন্দ্র মন্ডল, ওবায়েদ ফারাজী, ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আব্দুস সালাম, ছাত্রপ্রতিনিধি ফাহাদ গাজী,তামিম হাসান লিয়ন প্রমূখ।