মোহাম্মদ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): আল্লাহ তায়ালা বলেন, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। অতএব আপনি নামাজ পড়ুন ,এবং কোরবানি করুন। আর মাত্র কয়েকদিন পরে আসতেছে পবিত্র ঈদুল আযহা ঈদুল আযহা ত্যাগের বিনিময় গরু-ছাগলের হাট গুলো জমজমাট ভাবে বেড়ে উঠেছে।
পাড়া মহল্লায় এমনি কি বাজার গুলোতে গরু-ছাগলের হাট তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর রায়পুরের রাখালিয়া বাজার মেইলগেটের সামনে জমজমাট গরু-ছাগল পাওয়া যাবে। লক্ষীপুরের রায়পুরে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পাই রাখালিয়া জনাব বাহার উদ্দিন তিনি অনেকগুলো গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য।
অন্যান্য বছরের তুলনায় এবছর গরু অনেকটাই দেখা যাচ্ছে আশা করা যায় গরুগুলো সীমিত আকারে গ্রাহকগণ ক্রয় করতে পারবেন। জনাব বাহারউদ্দিন বলেন আমরা পছন্দের গরু নিয়ে আসলাম একমাত্র জনসাধারণের খেদমত করার জন্য সীমিত ব্যবসার মাধ্যমে আমরা গরুগুলো ছেড়ে দিব ইনশাআল্লাহ।
আমাদের এই গরুগুলো রাত দিন (২৪)ঘন্টায় জন সাধারণের সুবিধার্থে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। তাই সকলের প্রতি অনুরোধ আমাদের এই গরুগুলো সুন্দর এবং মোটাতাজা এইজন্য আমরা গরুগুলো সীমিত আকারে বেচাকেনা করতেছি।