মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): আলাইপুর বাজার এবং আলাইপুর হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে গরুর হাটের আয়োজন করা হয়েছে। আজ প্রথম দিনেই আলাইপুরের হাটে এক থেকে দেড়শত গরু আমদানি হয়েছে। আলাইপুরের হাটে বেশিরভাগ ব্যাপারীরা গরু নিয়ে এসেছে।
ব্যাপারীদের সাথে কথা বলে জানা গেছে, তারা আলায়পুরের হাটে প্রতিবছর গরু নিয়ে আসেন এবং এই হাটে তারা কোরবানির গরু বিক্রি করে থাকেন, তারা বলেন আজকে প্রথম দিনেই অনেক গরুর আমদানি হয়েছে, প্রথম দিনে কিছু সংখ্যা গরু বিক্রি হয়েছে।
তারা আশা করছেন আগামীকাল থেকে ব্যাপকভাবে এই হাটে গরু বিক্রি হবে, এবং তারা আরো জানিয়েছেন বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এই হাটে গরু নিয়ে আসেন, এই হাটে ঈদ পর্যন্ত হাজার হাজার গরু বিক্রি হয়ে থাকে, তারা বলেন আমরা ৩০ হাজারটাকা মন ধরে গরুর দাম চেয়েছি, কিন্তু ক্রেতারা ২৫ হাজার মন ধরে দাম বলছেন,তারা বলেন প্রথম দিন নেতারা শুধু গরু দেখে চলে যাচ্ছেন।
আগামীকাল থেকে ক্রেতারা গরু কেনা শুরু করবেন বলে ব্যাপারীরা ধারণা করছেন, ক্রেতা এবং বিক্রেতারা বলেছেন আলাইপুরের গরুর হাটে বেচাকেনা করতে তাদের কখনো কোন অসুবিধা হয় না, রূপসা থানা পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছেন, থানা পুলিশের সাথে কথা বলে জানা গেছে তারা নিরাপত্তার বেষ্টনী দিয়ে পুরো হাত ঘিরে রেখেছেন,এই হাটে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না্
কমিটির সভাপতি আব্দুল মালেক, গার্ডবোগ ইউনিয়নের সাবেক সভাপতি এবং কমিটির সদস্য সচিব হুমায়ুন কোবির শেখ দৈনিক স্বাধীন কাগজ কে জানান আমরা এই হাটে জাল টাকা সনাক্ত করার জন্য অভিজান অব্যাহত রেখেছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছি, এজন্য আমরা ৩০ থেকে ৪০ জন ভলেন্টিয়ার এর ব্যবস্থা রেখেছি, কুরবানীর গরুর হাট কমিটির পক্ষ থেকে জানিয়েছেন গরুর হাটে পাস খরচ সহনীয় পর্যায়ে রাখা হয়েছে, খোঁজ নিয়ে জানা গেছে ৭৭ হাজার টাকার গরুতে ৫০০ টাকা পাস খরচ রাখা হয়েছে, কমিটি জানিয়েছে পাস খরচের সমস্ত টাকা আলাইপুর বাজার মসজিদ এবং আলাইপুর হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় প্রদান করা হবে।
আমাদের কমিটিতে যারা রয়েছেন আমরা সকলেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি।
আলাইপুর কোরবানির গরুর হাটের সভাপতি হিসেবে দায়িত্ব রয়েছেন আব্দুল মালেক গার্ডবোগ ইউনিয়ন বিএনপি'র সাবেক আহবায়ক, সদস্য সচিব হুমায়ুন কোবির শেখ, যুগ্ন আহবায়ক রূপসা থানা বিএনপি, গার্ডবোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দ, ২০ দলীয় সংগ্রামী কমিটির সাবেক সভাপতি খাইরুল ইসলাম খোকন, হাসিবুর রহমান বাবুল এক নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি, পরিচালনা কমিটিতে রয়েছেন রনি লস্কর, আসলাম, এল এম আমিনুল ইসলাম, মেহেদী হাসান, শিবলু লস্কর, আরাফাত শেখ, খালিদ লস্কর, আবু তাহের, আশিক, মিন্টু শেখ, মোহাম্মদ তোকিত,মাহবুব হাসান অমিত, তুহিন লস্কর, নাসিম মাহমুদ, শামীম প্রমুখ।