মুহাম্মদ ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা): জামালপুর জেলার সরিষাবাড়ী ও ইসলামপুরে উপজেলার প্রায় ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে ঈদুল আযহা ও কুরবানীর আয়োজন করেছে।
ইসলামপুরের রামভদ্রা ও সরিষাবাড়ি বেশ কয়েকটি গ্রামে এই ঈদুল আযহার ঈদ উদযাপন করেছে । শুধু ঈদুল আযহা নয় সৌদি আরবের সাথে মিল রেখে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহার সহ সকল ধর্মীয় উৎসব সৌদি আরবের চাঁদ দেখার সাথে সাথে ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকে।
উল্লেখ্য যে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলে নামাজের ব্যবস্থা সহ কোরবানি সম্পন্ন করেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যেহেতু পৃথিবী এক ও অদ্বিতীয় তেমনি চাঁদ এক অদ্বিতীয় এ চাঁদ একবারেও দিতে হয় একবারে অস্তমিত হয় সুতরাং ঈদ ও অন্যান্য উপাসনা গুলো সৌদির সাথে একই ডেটে হওয়া উচিত বলে মনে করেন।
এই আকিদা ও বিশ্বাস নিয়ে বছরের পর বছর তারা সৌদির সাথেমিল রেখে ঈদ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাচ্ছে এই জনপথের লোক গুলো।