বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

রায়পুরে ছেলের হাতে বাবা খুন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ১২, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা):  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেওয়ান বাড়িতে পারিবারিক কলহের জেরে ছেলে মামুন তার বাবা হযরত আলী দেওয়ানকে মাথায় আঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মামুন ঘরে থাকা একটি ভারী বস্তু (সম্ভবত লাঠি বা রড) দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে হযরত আলী দেওয়ান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।

পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পারিবারিক এই সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচার দাবি করেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণেই মৃত্যু হয়েছে। অভিযুক্ত মামুন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ - সংবাদ