প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৩:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ৪:১১ অপরাহ্ণ
গুগুল ম্যাপে বিশেষ অবদানে টোকিও সম্মেলনে জামালপুরের ছেলে বিশেষ অতিথি

মুহাম্মদ ইসমাইল হোসেন ( জামালপুর জেলা সংবাদদাতা): জামালপুরের সরিষাবাড়ির ছেলে শাহ সুলতান গুগল ম্যাপে অবদান রাখায় কানেক্ট লাইভ টোকিও-২০২৫ সম্মেলনে অংশগ্রহণ করতে জাপান যাচ্ছেন- গুগল লোকাল গাইড হিসেবে তিনি গুগল ম্যাপের মানোন্নয়ন ও তথ্য হালনাগাদে কাজ করেছেন। তিনি সম্প্রতি গুগল ম্যাপে অবদান রাখার জন্য জাপানে অনুষ্ঠিতব্য একটি সম্মেলনে যোগদানের জন্য নির্বাচিত হয়েছেন।
শাহ সুলতান গুগল লোকাল গাইড হিসাবে গুগল ম্যাপে অবদান রেখেছেন এবং বাংলাদেশের গুগল ম্যাপ ব্যবহারকারীদের জন্য তথ্য সমৃদ্ধ এবং আপডেটেড ম্যাপিং সিস্টেম তৈরিতে কাজ করছেন। তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গুগল ম্যাপে অবদান রেখেছেন এবং স্থানীয় জনগণ ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি কার্যকরী ম্যাপিং সিস্টেম তৈরিতে কাজ করছেন।
জাপানে অনুষ্ঠিতব্য "কানেক্ট লাইভ টোকিও ২০২৫" সম্মেলনে গুগল ম্যাপসে বাংলাদেশের অবদান তুলে ধরবেন শাহ সুলতান। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গুগল ম্যাপের জন্য কাজ করা প্রতিনিধিরা অংশ নেবেন এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন।
শাহ সুলতান একজন গুগল লোকাল গাইড এবং গুগল ম্যাপে তার অবদান অনস্বীকার্য। তিনি গুগল ম্যাপে বাংলাদেশের অবদান তুলে ধরতে এবং একটি উন্নত ম্যাপিং সিস্টেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
Copyright © 2025 স্বাধীন কাগজ. All rights reserved.