প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ
মাদারগঞ্জে আমানতের টাকা উদ্ধারে গ্রাহকদের বিক্ষোভ,ব্যাহত হচ্ছে নাগরিক সেবা

মোঃ ইউসুফ আলী (মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির প্রায় ত্রিশ হাজার গ্রাহকের আমানত রাখা প্রায় হাজারো কোটি টাকা ফেরতের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টা থেকে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেত হয়ে প্রায় হাজারো গ্রাহক মাদারগঞ্জ টাকা উদ্ধার সহায়ক কমিটির নেতৃত্বে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল নিয়ে উপস্থিত হয়।
এরপূর্বে প্রায় ঘন্টা খানেক সময় বন্ধ ছিল কৃষি,সোনালীসহ কয়েকটি ব্যাংকের কার্যক্রম। ভোগান্তিতে ছিল সেবা গ্রাহকরা। উপজেলা পরিষদের সকল দপ্তরের কার্যক্রম বন্ধ করে দেয়। উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল দপ্তরের কেচিগেট বন্ধ এবং কয়েকটাতে তালা ঝুলানো থাকায় ব্যহত হচ্ছে নাগরিক সেবা। ভুক্তভোগীরা সহ টাকা উদ্ধার সহায়ক কমিটির দায়িত্ব প্রাপ্তরা টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন।
এ সময় মাদারগঞ্জ উপজেলা টাকা উদ্ধার সহায়ক কমিটির অন্যতম মাফিজুর রহমান বলেন উপজেলা প্রশাসন দীর্ঘদিন থেকে তারা আমাদের বিষয়টি দেখতেছে এবং স্বেচ্ছায় তাদের কর্মবিরতী রেখে আমাদের সাথে সংহতি জানিয়েছে এ জন্য তাদের অভিনন্দন জানাই।
আহবায়ক শিবলুল বারী রাজু বলেন দূর্বৃত্তা আমাদের টাকা লুটে নিয়ে গেছে কিন্তুু সংখ্যায় তারা বেশী না। এই টাকা লুটেরা রেখে দেওয়ার জন্য তারা প্রশাসনের সহযোগীতা নিচ্ছে এটা প্রচন্ড ক্ষোভের এটা হতে পারে না। আমরা ইউএনও'র দ্বারে দ্বারে বহুবার আসছি ইউএনও সাব পালিয়ে যায়।
ডিসির কাছে গিয়েছি উনার যে, এই এডিএম কি পরিমান ধোকাবাজি করছে ৩২ হাজার গ্রাহকের সাথে এটা তো হতে পারে না। টাকা আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে ২৪ ঘন্টা আমরা মাদারগঞ্জ নয় জামালপুর পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবো। অন্যকোন স্বার্থ নয় আমাদের টাকা উদ্ধার চাই। এ সময় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ সকল গ্রাহকদের সাথে একাত্বতা প্রকাশ করেন।
Copyright © 2025 স্বাধীন কাগজ. All rights reserved.