প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ঘিরে মঙ্গলবার যা যা হলো
১২ দিন ধরে মধ্যপ্রাচ্যের দুই দেশ—ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। পরিস্থিতি নাটকীয়তায় মোড় নেয়, যখন মধ্যরাতে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরান প্রতিশোধমূলক হামলা চালায় এবং এর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরানের যুদ্ধবিরতিতে যাওয়ার কথা জানান। মঙ্গলবার যুদ্ধবিরতি ঘিরে যা যা ঘটল :
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছেন। যদিও তিনি আবার বলেছেন, উভয় দেশই সমানভাবে যুদ্ধ বন্ধ চেয়েছিল।
- ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সরকার উৎখাত চান না।
- ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের একটি রাডারে হামলা করেছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেকথা বলার পর নতুন করে হামলা থেকে বিরত থাকার কথা জানিয়েছে দেশটি।
- ইরান সোমবার বলেছিল, ইসরায়েল এভিন কারগারে হামলা চালিয়েছে এবং এর অংশবিশেষ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস বলছে, ‘এটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন’।
- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেফোনালাপের সময় তিনি বলেন, ‘ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না।’
- ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের ‘স্পষ্ট অবস্থানের’ কথা জানিয়েছে রাশিয়া।
তারা এ-ও স্পষ্ট করে দিয়েছে, ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ককে আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
- ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘানির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, গত ১৩জুন থেকে ইসরায়েলি হামলায় ৬০৬ জন নিহত হয়েছে। এ ছাড়া পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছে ও চিকিৎসা সেবা নিচ্ছে।
- ব্রিটিশ সামার টাইম অনুযায়ী, ঠিক সকাল ৬টা বেজে ৮ মিনিটে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তার এক ঘণ্টা পর ইসরায়েল জানায়, তারা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি।
অন্যদিকে ইরান এর আগেই জানিয়েছিল, ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে সম্মত হয়, তাহলে তারাও হামলা বন্ধ করবে।
- সোমবার কাতারের মাটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ ঘাটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা কাতারকে উদ্দেশ্য করে হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘাঁটিটি কাতারে অবস্থিত হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের এই পদক্ষেপটি ছিল আত্নরক্ষামূলক।
Copyright © 2025 স্বাধীন কাগজ. All rights reserved.