মোঃ হাসান (লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা): রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজ। আজ থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা এ পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের পক্ষ থেকে দূর দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা করেছেন।
তারই ধারাবাহিকতায় রায়পুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে রুস্তূম আলী কলেজের সকল অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা তথ্য সেবা কেন্দ্র প্রদান করা হয়েছে। ছাত্রদলের এই শ্লোগান কে সামনে রেখে "আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল । মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, উর্দ্ধে বিমান ঝড় বাদল, আমরা ছাত্রদল । তাদের এই সামাজিক কাজের মধ্যে আনন্দিত হয়েছেন।
কয়েকজন অভিভাবকদের সাথে আলাপ করে জানতে পারলাম তারা ছাত্রদলের এ মনোরম পরিবেশ শুকনো খাবার ,পানি, সরবরাহ করায় তারা সকলকে অভিনন্দন জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান হৃদয় আহ্বায়ক রায়পুর উপজেলা ছাত্রদল আব্দুল আল নোমান রিফাত সদস্য সচিব রায়পুর উপজেলা ছাত্রদল। যুগ্ন আহবায়ক, মেহেদী আইমান। সভাপতি বাংলাদেশ ছাত্রদল। শাহ ইসলাম শিহাব ,সাধারণ সম্পাদক ,রুস্তম আলী কলেজ শাহাদাত মূধা যুগ্ন আহবায়ক। সাইমুন হাজি ,সহ আরো ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।