প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ণ
আটপাড়ায় বি এন পি নেতা সরকারি স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ
তানজিলা শাহ্ রূবী (নেত্রকোণা জেলা সংবাদদাতা): নেত্রকোণার আটপাড়ায় উপজেলা সদরে শাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল ঘুরে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে একটি রেন্টি গাছ ও আরো দুটি গাছের ডাল কেটে নিয়ে যান বানিয়াজান ইউনিয়ন বি এন পির সভাপতি হুমায়ুন কবীর ও কথিত সাংবাদিক ফজলুর করিম আগুর।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ইকবাল বাহার জানান,স্কুল বন্ধ থাকায় গাছ কাটার পর হুমায়ুন কবীর আমাকে ফোন করে বিষয়টি অবহিত করলে আমি অবগত হই। জানানোর পর স্কুলে গিয়ে গাছ কাটা দেখতে পাই।তিনি আরো জানান গাছ কাটার পৃর্বে এ বিষয়ে আমাকে অবহিত করেনি।
তিনি আরো বলেন গাছ কাটার বিষয়ে আমাার অনুমতিও নেওয়া হয়নি।
ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রাক: শিক্ষা অফিসার মমতাজ বেগম বলেন, কয়েক মাস পূর্বে রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে গাছের ডাল ছাঁটাই করার বিষয়ে প্রধান শিক্ষককে নির্দেশনা দিলেও এবিষয়ে রেজুলেশন ছাড়াই গাছ কর্তন করা হয়েছে। রেজুলেশন না করেই গাছ কেটে এটা ভুল হয়েছে।
তবে বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হওয়ায় ঝুঁকি ছিল তাই গাছ গুলো কাটার প্রয়োজন ও ছিল । অভিযুক্ত হুমায়ুন কবীর জানান,উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষককে অবহিত করেই আমি এবং সাংবাদিক ফজলুর করিম আগুর গাছ ও গাছের ডালপালা কেটেছি।
Copyright © 2025 স্বাধীন কাগজ. All rights reserved.