মোঃআল আমিন (বিশেষ সংবাদদাতা): পুলিশের বিশেষ ইউনিট ” পুলিশ বোরো অফ ইনভেস্টিগেশন” সাধারণ মানুষের আস্তা ফিরেছে, কয়েকজন ভুক্তভোগের সাথে আলোচনা সাপেক্ষে এর প্রমাণ পাওয়া গেছে।
এরমধ্যে একজন ভুক্তভোগীর সাথে কথা বলেছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
তিনি জানান কিছুদিন পূর্বে তার একটি মামলার জন্য তদন্ত দায়িত্ব পান,পুলিশের বিশেষ ইউনিট পুলিশ ইনভেস্টিগেশন ( পিবিআই)এতে তদন্তের স্বার্থে উনারা আর্থিক লেনদেন না করে সঠিক এবং সুষ্ঠু তদন্তে উভয় পক্ষকে তলব করেন এবং মামলার সত্যতা খুঁজতে থাকেন।
যেখানে এখনো কিছু থানা পুলিশ আছে যারা আর্থিক লেনদেনের মাধ্যমে একমুখী তদন্ত রিপোর্ট প্রদান করে থাকেন। যেখানে পুলিশের সকল ইউনিট মানুষের আস্তা ও ভাবমূর্তি ধরে রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে উর্ধতন কর্মকর্তারা।