মো:মুক্তাদির রহমান শুভ ( নারায়ণগঞ্জ সদর সংবাদদাতা): আজ ৬ জুলাই রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ নারায়ণগঞ্জ ডিআইটি নয়ামাটি এলাকায় শহীদ রিয়া গোপ ও সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড পাইনাদি নতুন মহল্লা এলাকায় গণঅভ্যুত্থানে শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মাননীয় উপদেষ্টা বলেন শহীদ পরিবারের ভাতা নিয়ে যে সকল জটিলতা আছে সেগুলো দ্রুত সমাধান করা হবে এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের শিশু ও পরিবারকে প্রাধান্য দিয়ে নীতিমালা করা হবে।
এ নীতিমালা নিয়ে প্রশাসন ন্যায্যতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন জুলাই অভ্যুত্থানে মেয়েদের অনেক বীরত্ব আছে। সেই বীরত্বগাথা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। গণঅভ্যুত্থানে শহীদ ১১ জন মেয়েকে নিয়ে সরকার গভীরভাবে কাজ করছে।