মোঃ হাসান (লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা): এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাও নাছির উদ্দীন মাহমুদ সহকারী সেক্রেটারি,লক্ষ্মীপুর জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য জনাব,মাস্টার মমিন উদ্দিন আহমদ পাটোয়ারী জনাব, মাস্টার ইসমাইল , আরো উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মোঃ কামাল উদ্দীন সহ সেক্রেটারি সাবেক ছাত্রনেতা ফজলুল করিম, কর্মপরিষদ সদস্য মাওলানা নোমান সালেহী, নূরুল আমিন দেওয়ান,সাইফ রাকিব, কাউছার হোসেন।
রুকন সম্মেলন সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিবের পরিচালনায় , উক্ত সম্মেলন সভাপতিত্ত্ব করেন হাফেজ মাওলানা ফজলুল করিম আমির । রায়পুর পৌরসভা। উক্ত অনুষ্ঠানটি এডভোকেট আব্দুল আউয়াল রাসেলের সঞ্চালনালয় শেষ হয়।