মোঃ রফিকুল ইসলাম খুলনা ব্যুরো
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশ প্রধান মোঃ মাইনুল হাসান বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি এর সভাপতিত্বে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম এবং ট্যুরিস্ট পুলিশের অফিসার ও ফোর্সের সাথে মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, বাহারুল আলম বিপিএম । এছাড়াও উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন,বিপিএম-সেবা, ডিআইজি, ট্যুরিস্ট পুুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ, বিধান ত্রিপুরা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম বিভাগ, ডা: মোঃ এমদাদুল হক,পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ভারপ্রাপ্ত), ট্যুরিস্ট পুলিশ খুলনা-বরিশাল ডিভিশন এবং ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও, ট্যুরিস্ট পুলিশের সকল রিজিয়নের পুলিশ সুপারগন উক্ত মতবিনিময় সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। মতবিনিময় সভায় আইজিপি বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসার ও বিকাশে ট্যুরিস্ট পুলিশের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি ট্যুরিস্ট পুলিশ সদস্যদের অধিকতর পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নিয়মিত উচ্চতর প্রশিক্ষণের নির্দেশ প্রদান করেন। এসময় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয় এবং দেশের পর্যটন শিল্পের বিকাশে আরো জনবান্ধব এবং পেশাদার পুলিশিং করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।