মোঃ রফিকুল ইসলাম খুলনা ব্যুরো
এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছেন তিনি। হাত-পা ছাড়া জন্ম নেওয়া যশোরের মণিরামপুর উপজেলার লিতুন জিরা এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছে। সে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়।
তিনি মুখ দিয়ে লিখে পরীক্ষা দিয়েছে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও শিক্ষকরা। ভবিষ্যতে সে চিকিৎসক হয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে চায় বলে জানায়।
প্রাথমিক ও জেএসসি পরীক্ষাতেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। সাংস্কৃতিক ও পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমেও বিভিন্ন পর্যায়ে পুরস্কৃত হয়েছে। একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে লড়াই করে সে প্রমাণ করেছে, শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে বাধা নয়।