শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

মোল্লাহাটে নির্বাচনী প্রচার-প্রচারণায় গণসংযোগ, মাদ্রাসার ঘাটে বড় সমাবেশ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ১১, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ গিয়াস উদ্দিন, বাগেরহাট জেলা প্রতিনিধি

মোল্লাহাট উপজেলার ৫ নম্বর গাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে একটি বিশাল গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের শেষ পর্বে মাদ্রাসার ঘাটে লায়ন জিয়াউর রহমান জিয়ার কার্যালয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে মোট ৭১ জন বিশিষ্ট ভোটার অংশগ্রহণ করবেন, যা দলের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশে প্রধান অতিথি ও মূল বক্তা ছিলেন দলীয় সিনিয়র নেতা চৌধুরী সেলিম আহমেদ, যিনি দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সংগঠনের গুরুত্বে জোর দিয়ে বলেন, “আমাদের দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হলে সকল স্তরের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আসন্ন নির্বাচনে ৭১ জন ভোটারের সক্রিয় অংশগ্রহণ দলের ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

লায়ন জিয়াউর রহমান জিয়া শেখ, যিনি মোল্লাহাট উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দলের কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন, তিনি বক্তব্যে বলেন, “আমাদের একতায় রয়েছে দলের ভবিষ্যত সুরক্ষা। দলের উন্নয়নে এবং নির্বাচনী সাফল্যে যুবকর্মীদের গুরুত্ব অপরিসীম।”

অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ মোঃ শাহেদ আলী মিয়া, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, মোঃ তরিকুল ইসলাম মোল্লা, মোঃ শফিক শেখ,মোঃ বেনজির ফরাজী, মোঃ লিটু ফরাজী এবং মোঃ নাসির সরদারও সমাবেশে অংশ নিয়ে দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

স্থানীয় নেতাকর্মী ও জনগণের ব্যাপক উপস্থিতি এই গণসংযোগকে সাফল্যমণ্ডিত করেছে। সবাই ঐক্যবদ্ধ থেকে দলের উন্নয়নে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।

মোল্লাহাটের রাজনৈতিক অঙ্গনে এই নির্বাচনী প্রচারণা নতুন এক গতিশীলতা এনেছে। নেতাকর্মীরা আশাবাদী, আসন্ন সম্মেলনে নির্বাচিত নেতৃত্ব দলের শক্তিকে আরও মজবুত করবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রমে সঠিক নেতৃত্ব প্রদান করবে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত