মো:আরাফাত মিয়া (মেলান্দহ উপজেলা প্রতিনিধি জামালপুর): জামালপুর পৌর শহরের পাঁচ রাস্তা মোড়ে অবস্থিত স্কয়ার ফার্মেসীতে লাইসেন্সবিহীন বিক্রি হচ্ছে নেশার ট্যাবলেট তাপাল। স্থানীয় দোকানদার সুত্রে জানা যায় দীর্ঘদিন যাবত স্কয়ার ফার্মেসির মালিক সোহেল রানা নেশার ট্যাবলেট তাপাল বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছেন ।
সেই মাদক ব্যবসায়ীরা জামালপুরের বিভিন্ন এলাকায় তাপাল ট্যাবলেট খুচরা বিক্রি করেন। গত (১ জুলাই) বিকাল ৪টার দিকে জামালপুর সদর থানার পুলিশ জামালপুরের বিভিন্ন জায়গা থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা শহরে পাঁচ রাস্তা মোড়ের স্কয়ার ফার্মেসী থেকে এই ট্যাবলেট ক্রয় করে। পরে পুলিশ ফার্মেসীর মালিক সোহেল রানাকে ৪ নাম্বার আসামি করে মামলা দিলেও তাকে গ্রেফতার করা হয়নি।
এই বিষয়ে ফার্মেসির মালিক সোহেল রানার সাথে কথা বললে তিনি বলেন, আগে স্কয়ার কোম্পানির তাপাল ট্যাবলেটের সরবরাহ ছিল তাই আমি বিক্রি করতাম। কিন্তু বর্তমানে কোম্পানি তাপাল ট্যাবলেটের সরবরাহ বন্ধ করে দিয়েছে তাই আমি এখন আর তাপাল ট্যাবলেট বিক্রি করি না।