মোহাম্মদ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): অবশেষে রায়পুর শহীদ ওসমান চত্বর থেকে, নতুন বাজার পর্যন্ত রাস্তাটির সংস্কার কাজ চলছে। এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে তারে ধারাবাহিকতায় রায়পুর উপজেলা মহোদয়ের নির্দেশে রাস্তাটির সংস্কার কাজ চলছে।
প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে রায়পুর থেকে হায়দারগঞ্জ পর্যন্ত মালবাহী ট্রাক চলাচল করে। এবং শত শত মানুষ অটো রিক্সা মোটরসাইকেল যানবাহন চলাচল করে। সেই ক্ষেত্রে রাত্রের বেলা দ্রুত রাস্তাটির সংস্কারের কাজ চলছে।
রাস্তাটির কাজ করায় জনসাধারণের মনে আনন্দ মেতে উঠেছে।