মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

হাতিয়ায় জিও ব্যাগ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসউদ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ১৫, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা ):  নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে মেঘনা নদী ভাঙন রোধে ১ লাখ ২০ হাজার জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের উদ্বোধন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় বৃষ্টির মধ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘদিন পর্যন্ত হাতিয়ার যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে স্প্রিংবোর্ড ট্রলার, অথবা সি ট্রাক দিয়ে জীবনের ঝুঁকে নিয়ে যেতে হয় সেই লক্ষ্যে হাতিয়া বিভিন্ন অঞ্চল ভেঙ্গে পড়েছে ইদানিং জিও ব্যাগ দিয়ে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সভায় আব্দুল হান্নান মাসউদ বলেন, “আমি এসেছি হাতিয়ার মানুষের সেবা করতে।

বাংলাদেশের রাজনীতিবিদরা এখনও গতানুগতিক ধারার মধ্যে ঘুরপাক খাচ্ছেন। আমি তাদের জন্য রাজনীতিকে কঠিন করে তুলব। আর নেতা হতে হলে মাঠে থাকতে হবে, বৃষ্টিতে কাদায় হেঁটে মানুষের দরজায় যেতে হবে। ওছখালী বা এসি রুমে বসে রাজনীতি করার দিন শেষ।” তিনি বলেন, “রাজনীতি করতে হলে ভূমিহীনদের জমি বুঝিয়ে দিতে হবে, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, রাস্তাঘাট করতে হবে, তবে সেই কাজ থেকে চাঁদা খাওয়া যাবে না।” স্লোগানবাজদের বিরুদ্ধে পাল্টা জবাব এনসিপিকে ‘ভুয়া’ বলার অভিযোগের জবাবে তিনি বলেন, “আপনারা আমার বাড়ির সামনে গিয়ে স্লোগান দেন—‘এনসিপি ভুয়া’। অথচ এনসিপিই ভূমিহীনদের জমি বুঝিয়ে দিয়েছে, রাস্তাঘাট করেছে, নদী ভাঙন ঠেকাতে দিনরাত কাজ করছে।

যারা এই কাজগুলো চোখে দেখে না, তারা গত ৫০ বছরে হাতিয়ার জন্য কী করেছে?” জাতীয় রাজনীতি ও নির্বাচন নিয়ে বক্তব্য হান্নান মাসউদ আরও বলেন, “মালয়েশিয়া পেয়েছিল মাহাথির মোহাম্মদের মতো সৎ নেতা, আর আমরা পেয়েছি শেখ মুজিব, যার শাসনামলে দুর্ভিক্ষ হয়েছিল। ভারতের আগ্রাসী মনোভাবের কারণে মেজর জিয়াকেও টিকতে দেওয়া হয়নি। শেখ হাসিনার পতন মানে কেবল আওয়ামী লীগের পতন নয়, বরং ভারতীয় আধিপত্যেরও পতন।” তিনি বলেন, “নির্বাচন অবশ্যই হতে হবে, তবে আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

ঘরে ঘরে অস্ত্র, টেন্ডারবাজি, চাঁদাবাজি—এসব বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।” হাতিয়া নিয়ে আবেগী প্রতিশ্রুতি নিজ জন্মভূমি হাতিয়াকে ঘিরে আবেগ প্রকাশ করে তিনি বলেন, “অনেকে প্রশ্ন করে, আমি জাতীয় রাজনীতি করেও কেন হাতিয়া নিয়ে ভাবি? আমি বলি, এটা আমার জন্মভূমি। হাতিয়ার মানুষের কষ্ট জানি, তাদের দুঃখের সাথী হতে এসেছি। একসময় এই হাতিয়া ছিল সন্ত্রাসের আখড়া, এখন আমি তা মানুষের বসবাসযোগ্য করে তুলতে চাই।” সভাপতিত্ব ও উপস্থিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক অধ্যাপক মফিজ উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন হান্নান মাসউদের পিতা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক, এ গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামছল তিব্রীজ, আবুল হোসেন মো. বাবুল, এনসিপির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজা, রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় জনগণ। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে জিও ব্যাগ ডাম্পিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয়দের ভালোবাসায় আব্দুল হান্নান মাসউদ আবেগাপ্লুত হয়ে পড়েন।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের অফিসার ইনচার্জ, এসআই ও সার্জেন্টদের সাথে মতবিনিময় ও হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা সভা”

বিতর্কিত দলের নিবন্ধন বাতিলের সুপারিশ

বিএনপির ওপর ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা রাখার আহ্বান

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় নারী দালালসহ আটক-২

ঝিনাইগাতীতে ট্রলিও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১

রূপসায় পুলিশি অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ যুবক আটক

রাসুল (সা.) যাদের জন্য সম্পদের দোয়া করেছেন

জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতি থেকে আমানতের টাকা ফেরত পেতে জামালপুরে অবস্থান করছে ক্ষতিগস্থ গ্রাহকগন

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল লক্ষ্মীপুর।

কোটা ইস্যুতে শনিবার সংবাদ সম্মেলন করবে বিএনপি