বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে মুড়ি-মোয়ার মতো বিক্রি হচ্ছে মাদক

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ১৭, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মুক্তাদির রহমান শুভ (নারায়ণগঞ্জ সদর সংবাদদাতা):সহজলভ্য হওয়ায় মাদকে ঝুঁকছে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের যুবসমাজ। দীর্ঘদিন মুড়ি-মোয়ার মতো বিক্রি হচ্ছে নানা মাদকদ্রব্য। এগুলো বিক্রি করছে সি আই খোলার মাদকের সম্রাট সুরুজ-এর ছেলে ইয়াবা সোহেল। এবং মিজমিজী টি সি রোড তেরা মার্কেটের অটো রিকশা গ্যারেজের আলী হোসেনের ছেলে ইয়াবা ডিলার রাকিব।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড প্রতিটি অলিগলিতে রয়েছে মাদক ক্রেতা ও বিক্রেতাদের অবাধ বিচরণ। মিজমিজী টি সি রোড জোয়েল রোডের ভিতর পাইনাদী মধ্যে পাড়া ম্যানচেস্টার স্কুলের জোরা খাম্বা ও সুলতানের মোর সহ বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠান অবস্থিত। একাধিক শিল্প প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ থাকায় এলাকাটি ঘনবসতিপূর্ণ।

এই সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজী টি সি রোড জোয়েল রোডের ভিতর পাইনাদী মধ্যে পাড়া ম্যানচেস্টার স্কুলের সংলগ্ন রাস্তায়, এবং মিজমিজী বাতেন পাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পিছনে এম এ বিএনপির নেতা হালিম জুয়েলের বাড়ির রাস্তায় পাশে অলিগলিতে প্রকাশ্যে মাদকের রমরমা কারবার করে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা। মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে উদীয়মান শিক্ষার্থীরা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড বর্তমানে মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। আর এই ১ নাম্বারে ওয়ার্ডের রাঘববোয়ালরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে ফেসবুক চ্যাটিংয়ের মাধ্যমে বিক্রি করছে মাদক।

নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে মাদকের হটস্পটগুলো হলো ১ নম্বর ওয়ার্ডের তেরা মার্কেট মোঃ আলী হোসেনের অটো রিকশা গ্যারেজ, পাইনাদী জোয়েল রোডের দারুলউলুম মাদ্রাসা পিছনে রাস্তা, ম্যাদার ল্যান্ড স্কুল সংলগ্ন রাস্তায় সামনে, জোরা খাম্বা, ম্যানচেস্টার স্কুলের সংলগ্ন, সাবেক কাউন্সিলর আবদুল রহিম মেম্বার ওয়াকস্ -প মোর, এবং সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় হাবিবুর রহমান ডাক্তারের দোকানের পাশের রাস্তার ফালাইন্না মুন্সি বাড়ি রহমানের বাড়ি, মাদক সম্রাট চান্দুর বাড়ির ভিতর,

চাঁন টাওয়ার ও ইউরো টাওয়ার সামনে, হীরাঝিল ৩ নাম্বার গল্লী নতুন বাজারের মাঠ, ও পুরোনো পট্টি, সি আই খোলা আবুল খায়েরের কাচা বাজার গল্লীর, মদিনা কাচা বাজারের আশেপাশে ১নং ওয়ার্ড আনোয়ার কাউন্সিলর ভাতিজা রুবেলের অটো রিকশা গ্যারেজরে ভিতরে, সিদ্ধিরগঞ্জ পুল কবরস্থান মসজিদে পিছনে সাইজুদ্দিন সাবের বাড়ির সামনে আশেপাশে এলাকা গল্লী গুলো নিয়ে এবং মিজমিজী টি সি রোড জোয়েল রোডের ভিতর সাব্বির এখানের বাড়ির পিছনে ও সামনের গল্লী মিজমিজি টিসি রোডস্থ মোল্লা বাড়ি সেলিমের ছোট ভাই মাদকের বিগ ডিলার মামুন ওরফে নাটক মামুনের বাড়ির আশপাশ গল্লী গুলো সহ নুর সালাম ও গিয়াস উদ্দিনের বাড়ি ভিতর রাস্তায় , তালতলা ক্লাব এলাকায় ও শাহী মসজিদের পিছনে রাস্তায়, গুডিমাসুম সহ মোবারেকের ছেলে ইয়াবা সোবহান, ধুনু হাজী রোড, কালু হাজী রোড, টাইগার ফারুকের বাড়ির সামনে ও পেছনে এবং ক্যানেলপাড় পুরো এলাকা।

পাগলাবাড়ী কুখ্যাত মাদক ব্যাবসায়ী আব্বাসের বাড়ির চিপা চাপা গল্লী গুলো , বাতানপাড়া ক্যানেলপাড় বি এনপির নেতা রোশন চেয়ারম্যান বাড়ির আশেপাশের গল্লী, ব্রাক অফিসে সামনে, সোলেমান বাড়ির গল্লী, কেলান পাড় মোড়ে ব্রিজের ওপর, মজিববাগ, মতিন হুজুরের বাড়ির সামনে মোরে, টুটুল রাব্বি অটো গাড়ি রিকশার গ্যারেজ। সিআইখোলা ও পাইনাদী নতুন মহল্লা কলশি বিল্ডিংয়ের খালপাড়।

পাইনাদী মধ্যে পাড়া প্রাইমারী ইস্কুল পাড়ার মাদকের ডিলার মোস্তফার বাড়ির নাম না বলা ব্যাক্তি জানান এলাকার এক কলেজছাত্র জানান, একসময় এলাকার কিশোর তরুণরা ফুটবল ও ক্রিকেটে মগ্ন থাকতেন। আর এখন তারা মাদকে আসক্ত। এখনই যদি মাদক নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে সামনে আরো ভয়াবহ দিন আসবে।

পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় স্কুল এলাকার এক বাসিন্দা জানান, ঘর থেকে বের হলেই দেখেন মাদক কেনাবেচা। দিনরাত চলে এর রমরমা ব্যবসা করছেন খালেকের ছেলে মাদক ব্যাবসায়ী মোস্তফা জেলে থাকায় তার মাদকের ব্যাবসা নিয়ন্ত্রণ করছে তারই আপন ছোট ভাই মিলন ও মেকার শহিদের ছেলে ইব্রাহিম সহ আরও অনেক ১৫/২০ জনের মতো একটি দল। নাসিক ১নম্বর ওয়ার্ডের এক গণ্যমান্য ব্যক্তি বলেন, এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে।

তিনি চান প্রশাসন দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহি নূর রহমান জানান, প্রশাসন বর্তমানে সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চালু রেখেছে। ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযানের জন্য বৈঠক করেছেন। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে মাদকের বিক্রেতা ও সেবনকারীদের গ্রেপ্তার করা হবে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম ওয়াসার স্মার্ট মিটার বসানোর কাজ শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৭ লাখ কম্বল

হোয়াইটওয়াশ নয়, প্রথম টেস্টের প্রথম দিন নিয়েই শুধু ভাবছেন সিমন্স

নির্বাচন বন্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, খুলনায় তুহিন

ঝিনাইগাতীতে কুয়ায় পড়ে নিহত পরিবারের পাশে দাড়ালেন বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম (জর্জ)

মলিয়াইশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হল উপহার সামগ্রী।

রূপসা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধান উপদেষ্টা

ঝিনাইগাতীতে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদসার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ