এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): পিরোজপুরের মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আহত এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে উপজেলার নিউমার্কেট প্রিন্স হোটেলের সামনে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আজ মৃত্যু বরন করেন। ছাত্রদল কর্মীর নাম মো. মুবিন (২৩)। তার বাবা মো. মহারাজের ছেলে। মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়,বুধবার রাতে মঠবাড়িয়া পৌরশহরের ৬নং ওয়ার্ডের নিউমার্কেট প্রিন্স হোটেলের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ থেকে ১২ ছাত্রদল কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে।