স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জের ঘটনার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু ঘটনা এত বড় হবে, সে তথ্য ছিল না। ওই সহিংসতায় যারা জড়িত, তাদের সবাইকে গ্রেফতার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে পারেনি’-এনসিপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য সে সেটা দেবে।’ ভবিষ্যতে কী করবেন, কী নির্দেশনা দেবেন-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমরা তো সেখানে কালও (বুধবার) নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক।’
তিনি বলেন, ‘গতকাল (বুধবার) এনসিপির সমাবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর রাত ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। ওই ঘটনায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আনা হয়েছে। আহত আরও ৩ পুলিশ সদস্যকেও রাজারবাগ হাসপাতালে আনা হচ্ছে।’
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে এনসিপি নেতাদের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সঠিক নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। যতদিন সব অপরাধী ধরা না পড়বে, ততদিন অভিযান অব্যাহত থাকবে।’ উপদেষ্টা এ সময় গোপালগঞ্জের ঘটনা লাইভ করায় সাংবাদিকসহ সংশ্লিষ্ট টিভি চ্যানেলগুলোকে ধন্যবাদ জানান। এর আগে তিনি রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে যান।
ঘটনা তদন্তে কমিটি গঠন : গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংস ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বুধবার কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণিকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন-জনপ্রশাসন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কমিটিকে ঘটনার সাবলীল ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।