মোহাম্মদ ইউসুফ আলী (মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): জামালপুরের মাদারগঞ্জে এক শহীদ এক বৃক্ষ জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১৯ তারিখ রোজ শনিবার বেলা ১১ টা থেকে পর্যাক্রমে তিন শহীদদের বাড়ীতে গিয়ে বকুল ফুলের চারা ও কাঠ বাদাম এবং নিম গাছ বৃক্ষরোপন করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।
মাদারগঞ্জে তিন শহীদদের মধ্যে উপজেলার সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকার মরহুম আব্দুর রহমান এর ছেলে মোঃ শহীদ হোসেন। সে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের মাস্টার্সে সমাজকর্ম বিভাগের ছাত্র ছিলেন। কড়ইচড়া ইউনিয়নের মিলনবাজার এলাকার উসমান গণি'র ছেলে মিজানুর রহমান তিনি একজন ব্যবসায়ী ছিলেন। ধলিরবন্দর এলাকার স্বপন মিয়া'র ছেলে মোস্তফা, তিনি ছিলেন গার্মেন্টকর্মী।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত মাদারগঞ্জের প্রত্যেক শহীদদের কবরের পাশে গিয়ে মাগফিরাত কামনায় দোয়া করেন ও বৃক্ষরোপন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।
এ সময় মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার ও ১ নং চরপাকেরদহ ইউনিয়নের প্রশাসক মোঃ তৌফিকুল ইসলাম খালেক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আব্দুল মালেক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য লেমন মিয়া, সিয়াম আহমেদ, আরিফুল ইসলাম, মাদারগঞ্জের মুখলেছ সরকার, মোস্তাক, তাপসী আক্তার ও সুবর্না আক্তারসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবরস্থান পাকাকরণ করা হবে। এ সময় শহীদ পরিবারের খোঁজ খবর নেন ইউএনও নাদির শাহ। মাসব্যাপী এ কর্মসূচীর কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।