মোহাম্মদ রফিকুল (খুলনা জেলা সংবাদদাতা): হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন, জেলা পুলিশ, খুলনা ও বিআরটিএ খুলনার নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত।
অদ্য ২০/০৭/২৫ খ্রি: তারিখ দুপুর ১৩:৩০ ঘটিকার সময় খুলনা ও বাগেরহাট জেলার সীমান্তে রূপসা থানার কুদির বটতলা নামক স্থানে কাটাখালী হাইওয়ে থানা, খুলনা জেলা পুলিশ, মেজবাহ উদ্দিন, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিআরটিএ খুলনা ও খুলনা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া এর নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ বাস- ১। ঢাকা মেট্রো-জ-০৬-০১৮২ (মৌলি ক্লাসিক), ২। কুমিল্লা- জ-০৪-০০৬৮ (প্যারেন্টস ট্রাভেলস) ও ৩। বাস ঢাকা মেট্রো-জ-১৪-০৮৪৯ ডাম্পিং এ প্রেরন করেন।