মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণা’ বিষয়ক সেমিনার। আগামী ২৩ জুলাই (বুধবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের আয়োজনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
জার্মানির উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা ডিএএডি (DAAD- German Academic Exchange Service) এর উপস্থাপনায় এ সেমিনারে অংশগ্রহণকারীরা জার্মানিতে শিক্ষাব্যবস্থা, স্কলারশিপ, গবেষণার সুযোগ ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
সেমিনারে অংশ নিতে tinyurl.com/yckxnn2h লিংকে অথবা কিউআর কোড স্ক্যান করে নিবন্ধন করা যাবে। ডিএএডি-এর শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত এ আয়োজন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ এনে দেবে বলে আশা করা হচ্ছে।