রবিবার , ২০ জুলাই ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

খুবির অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় মতবিনিময়

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ২০, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা):  খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন অবকাঠামোগুলোর অগ্রগতি ও উদ্ভূত সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা আজ ২০ জুলাই (রবিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সভায় টিএসসি ভবন ও জিমনেশিয়াম নির্মাণকাজে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এসব সমস্যার দ্রুততম সময়ে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়। একইসঙ্গে প্রকল্পের আওতায় চলমান অন্যান্য নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, সকলের সহযোগিতায় আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চাই। চলমান প্রকল্পের কাজগুলো সম্পন্ন না হলে নতুন প্রকল্প গ্রহণে জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ অত্যন্ত জরুরি, যা পরবর্তী প্রকল্পে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এজন্য চলমান প্রকল্পটি সময়মতো ও সুষ্ঠুভাবে শেষ করতে হবে।

তিনি সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। এ সময় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান,

প্রকৌশল বিভাগের প্রশাসক প্রফেসর ড. মোঃ খসরুল আলম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান এবং নির্বাহী প্রকৌশলী সেখ মোঃ সাইফুল আলম বাদশা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন। অপরদিকে একই স্থানে বিকাল ৩টায় নির্মাণাধীন ৪র্থ একাডেমিক ভবনের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয়ের যথাযথ টেন্ডার ডকুমেন্ট প্রস্তুতের লক্ষ্যে প্রয়োজনীয় মতামত প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। সভায় সংশ্লিষ্ট স্কুলসমূহের ডিন, ডিসিপ্লিন প্রধান, পরিচালক ও প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সংবাদ