মোঃ নওয়াব ভূইয়া (রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা): গতকাল ১৯ই জুলাই সকাল ১০টায় রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,এড.আব্দুস সামাদ মোল্লা, ইন্জিঃআতাউর রহমান,আমজাদ হোসেন, এড.আব্দুল কুদ্দুস, এড.নাজমুল ইসলাম, মোঃ আলি আকবর, মোঃনুরুল আমিন, মোঃসুমন, আঃ রসিদ সহ আরো অনেকে।
উক্ত মানববন্ধনে এলাকার ভুক্তভোগী শতশত নারী ও পুরুষ,এ সময় তারা বলেন,তাদের জমি ক্রয় না করেই জলসিড়ি আবাসনের নামে স্হানীয় প্রভাবশালীরা বালু দিয়ে তাদের জমি ও বসতবাড়ীসহ ভরাট করছে। গ্রামবাসী ভয়ে ও আতংকে আছে কখন যে কার ঘরে বালু চলে আসে।উল্লাবো গ্রামের মনির হোসেন বলেন,আমরা প্রতিরাতেই আতংকে থাকি সকালে ঘুম থেকে উঠে না জানি দেখি আমার ঘরে বালু।
গ্রামবাসী দাবি করেন,জমিক্রয় না করে বালু ভরা বন্ধ করতে হবে,ওয়াল দিয়ে আবাসনের নির্দিষ্ট সীমানা করতে হবে,গ্রামের চেয়ে উঁচু করে বালু ফেলা যাবে না,কোনভাবে বসতবাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না,জমির ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। এসকল দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমাদের এ ন্যায্য আন্দোলন চলবে,প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবস্থান কর্মসূচি দেয়া হবে।