এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলার সংবাদদাতা): নেছারাবাদ উপজেলা স্বরুপকাঠী ইউনিয়নে বাসিন্দা আজ বেলা ১১:৩০ মিনিটে এই দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ঝড়ে গেল একটি প্রাণ, সর্বনাশা (অটোগাড়ি/ ইজিবাইক/বৌ গাড়ি) আরো একটি প্রাণ কেড়ে নিলো আব্দুল মান্নানের। ৩নং স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাজেদ মেম্বার এর বড় ভাই। কুনিহারিতে রোড এক্সিডেন্টে নিহত হন।