রাজাধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি যখন বিধ্বস্ত হয়, সেই সময় ওই ভবনে স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানিয়েছেন একজন শিক্ষক।
রেজাউল ইসলাম নামে মাইলস্টোন কলেজের ওই প্রভাষক জানিয়েছেন, ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এমন সময়েই দুর্ঘটনাটি ঘটেছে।
প্রভাষক রেজাউল ইসলাম বলেন, ‘একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি বিল্ডিংয়ে আঘাত হানে। সেটা জুনিয়র সেকশনের বিল্ডিংয়ের ওপর পড়ে। নার্সারি, ওয়ান, টু, থ্রি- এসব ক্লাস চলে ওই বিল্ডিংয়ে। বিল্ডিংয়ের গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়’।
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের বাগান সংলগ্ন একটি ভবনের নীচতলায় বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে, সেটা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ভবনের অন্যান্য ফ্লোর থেকে বাচ্চাদের বের করে আনা হচ্ছে।
এখন উদ্ধার কাজ চলছে, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ওই প্রভাষক।
এদিকে এখন পর্যন্ত একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ২৭ জনকে বার্ন ইন্সটিটিউটে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।