বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

জামালপুরের কিংবদন্তি পুরুষ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ২৩, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

 ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা ):   জামালপুরের কৃতি সন্তান হাসান মাহমুদ রাজা একজন সৎ, দূরদর্শী, উদ্যমী, দানবীর ও মানবিক সফল উদ্যোক্তা, সমাজহিতৈষী, দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপ-এর (Chief Advisor) এবং গ্রুপের অন্তর্ভুক্ত ২০টিরও বেশি প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।  জন্ম: ১৫ মে ১৯৫৭, করাচি, পাকিস্তান (পিতার সরকারি দায়িত্বে অবস্থানকালে) ।

পৈতৃক নিবাস: মালঞ্চ গ্রাম, মেলান্দহ, জামালপুর  পিতা: প্রয়াত আলহাজ এম. এ. রশীদ – সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাতা: বেগম সুলতানা জাহান । শিক্ষা ও কর্মজীবনের সূচনা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক (বিকম) ছাত্রজীবনেই ব্যবসায় আগ্রহী ছিলেন চাকরির পেছনে না ছুটে নিজের কর্মসংস্থান গড়েন লক্ষ্য ছিল এলাকার উন্নয়ন।

দেশের অগ্রগতিতে ভূমিকা রাখা  পরিশ্রম , মেধা  সাহস  দূরদর্শিতা, ইউনাইটেড গ্রুপ ১৯৭৮ সালে চার বন্ধু মিলে ইউনাইটেড গ্রুপ প্রতিষ্ঠা করেন আজ এটি দেশের অন্যতম শীর্ষ পারিবারিক শিল্পগোষ্ঠী  প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহ:  ইউনাইটেড হাসপাতাল ,  ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ,  ইউনাইটেড মেরিটাইম একাডেমি , ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন  ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাওয়ার সার্ভিসেস, নোভো হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা , ইউনিমার্ট , ইউনাইটেড মক্কাহ-মদিনা ট্রাভেলস , খুলনা পাওয়ার কোম্পানি, কুমিল্লা স্পিনিং মিলস ,  গুলশান প্রপার্টিজ, ইউনাইটেড সিটি , টেকনাফ ল্যান্ডপোর্ট ।

মোট ২৯টি প্রতিষ্ঠান, হাজারো মানুষের কর্মসংস্থান এবং সরকারের রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ অবদান ।  উল্লেখযোগ্য অবদান:  বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বেসরকারি পর্যায়ে অগ্রণী ভূমিকা  সামাজিক সেবায় অনন্য দৃষ্টান্ত ।

নিজ অর্থায়নে গড়া স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও চক্ষু হাসপাতাল , পিতার নামে প্রতিষ্ঠিত শিক্ষাবৃত্তি কার্যক্রম  দরিদ্র-অসহায়দের পাশে থেকে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া একজন জনদরদী দানবীর  পরিবারে যাঁরা পাশে আছেন:  স্ত্রী: অর্থনীতিতে এমএসএস, প্রাক্তন অধ্যাপক – ঢাকা কলেজ  বড় ছেলে: মঈনুদ্দিন হাসান রশীদ (সানজারী) – অক্সফোর্ড গ্র্যাজুয়েট, ম্যানেজিং ডিরেক্টর – ইউনাইটেড গ্রুপ  ছোট ছেলে: নিজামুদ্দিন হাসান রশীদ – ব্যক্তিগত সচিব।  মেয়ে: অর্থনীতিতে এমএসএস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়; জামাতা সফল ব্যবসায়ী  ব্যক্তিত্ব ও দর্শন: একজন হাস্যোজ্জ্বল, বিনয়ী, সদালাপী, ধর্মপ্রাণ ও মানবিক মননের অধিকারী মানুষ। তাঁর জীবনযাত্রা ও আদর্শ নতুন প্রজন্মের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত