ইসমাইল হোসেন (জেলা প্রতিনিধি জামালপুর): অদ্য ২৩/০৭/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুরে অনুষ্ঠিত গণশুনানিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম উপস্থিত থেকে সাধারণ মানুষের নানা ধরনের দুঃখ-দুর্দশা, সামাজিক অসংগতি, অভাব-অভিযোগ ও নাগরিক সমস্যাবলি মনোযোগ সহকারে শ্রবণ করেন।
তিনি প্রতিটি আবেদন-অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা, সহায়তা এবং আশ্বাস প্রদান করেন।
গণশুনানিতে জনসাধারণের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে একটি কার্যকর ও মানবিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আশার আলো জাগে এবং প্রশাসনের প্রতি আস্থার সেতুবন্ধন আরও দৃঢ় হয়।