মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): -তথাকথিত তদন্ত নয় বরং মাইলস্টোন ট্রাজেডির জন্য দায়ী যেই হোক না কেন, সেটা বের করে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বাংলাদেশে আমরা আর এমন ট্রাজেডি দেখতে চাই না।
এভাবে জীবনগুলোকে হারাতে চাইনা। -জুলাই এর গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। -অভ্যুত্থানে আমরা যারা একসাথে লড়াই করেছি, সেই ফ্যাসিস্টবিরোধী শক্তিকে আওয়ামীলীগ প্রশ্নে আপোসহীন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।
-আমরা যে ভাই বোনদেরকে হারিয়েছি এবং যারা এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের জন্য আল্লাহর কাছে দু’আ । আল্লাহ শোক-সন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।