মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): খুলনা বিশ্ববিদ্যালয় খুবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল-আইকিউএসি’র উদ্যোগে ‘বিএসি স্টান্ডার্ড ডকুমেন্ট প্রিপারেশন এন্ড শেয়ারিং’ শীর্ষক কর্মশালা আজ ২৩ জুলাই বিকেলে আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
বলেন, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও খুলনা বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করা হচ্ছে।
আগামী জানুয়ারিতে অডিটরদের চূড়ান্ত রিপোর্টের পর ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ করা ডিসিপ্লিনগুলোর অ্যাক্রেডিটেশনের আবেদন করা হবে। উপাচার্য সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম নিয়মিতভাবে পর্যালোচনা ও হালনাগাদ করতে গুরুত্বারোপ করেন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বিএসি স্ট্যান্ডার্ড বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।
এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটি (পিএসএসি) এর সদস্যরা অংশগ্রহণ করেন।