ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা ): জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সেলিনা পারভীন কাকলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই ) রাতে তাকে পৌর শহরের স্টেশন রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক। গ্রেপ্তার সেলিনা পারভীন কাকলী জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম খোকার মেয়ে। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সবসময় সোচ্চার রয়েছেন।
ওসি আবু ফয়সল মো.আতিক বলেন, ‘জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা পারভীন কাকলীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’