সাগর বাদশা (স্টাফ রিপোর্টার): অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১।শুভ তানভীর (২১) ২। সৈয়দ মুরসালি (২০) ৩। ফারুক (৩৮) ৪। তামিম (২০) ৫। জাহিদ (১৯) ৬। হীরা (২৩) ৭।
সজীব (২৭) ৮।তরুণ (২৩) ৯। সোহরাওয়ার্দী (২৫) ১০। ইমরান (২০) ১১। মামুন (২৭) ১২।মনিরুল (২৪) ১৩। শাকিল ওরফে হৃদয় (২৭) ও ১৪। ফরিদা আক্তার (৩৪) ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই ২০২৫ খ্রি.) মোহাম্মদপুর থানার অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামি গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় ছুরি ,দুইটি চাপাতি ,একটি লোহার স্টীক ,তিনটি স্মার্ট মোবাইল ফোন,দুইটি সামুরাই , চারটি রড ও পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।