মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরে দিনে দিনে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে ব্যাটারিচালিত অটোরিকশা। বিশেষ করে লাইসেন্সবিহীন এসব যানবাহন শহরের রাস্তায় বাড়তি চাপ সৃষ্টি করছে।
এছাড়াও রায়পুর, লক্ষ্মীপুর, বাজারে অলিতে ,গলিতে, অটো রিক্সার দাপট বেড়ে চলছে। মূল সড়কে অতিরিক্ত যানজট, ফুটপাত দখল, যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখা—সব মিলিয়ে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। একদিকে যেমন নেই নিয়মিত রক্ষণাবেক্ষণ, অন্যদিকে অধিকাংশ চালকের নেই প্রশিক্ষণ বা সঠিক ট্রাফিক জ্ঞান। ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, জরুরি সেবার যানবাহনও পড়ছে দেরিতে পৌঁছানোর ঝুঁকিতে।
নিয়ন্ত্রণহীন এই অটোরিকশা প্রবাহ শুধু যানজটই নয়, বরং শহরের সৌন্দর্য এবং চলাচলের স্বাভাবিকতাকেও বিঘ্নিত করছে। অবিলম্বে স্থানীয় প্রশাসনের উচিত একটি কার্যকর নীতিমালা প্রণয়ন ও প্রয়োগ করা—নইলে অচল হয়ে পড়তে পারে পুরো পৌর শহর।