এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): নেছারাবাদ উপজেলায় আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বর্তমান মেম্বার সবুজ ক্ষমতার জোরে বিখ্যাত পেয়ারা ও আমরা বাগানের জন্য বিখ্যাত আটঘর কুরিয়ানার একমাত্র খাল যেখানে প্রতিদিন শত শত নৌকা ও টলার যাতায়াত করে।
এই পর্যটক কেন্দ্র দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন নৌপথে আসে লোকজন।
প্রধান খালটির দুই পাশে দুইটি দোকান তৈরি করছে, একটির কাজ শেষ আর অন্যটার কাজ চলমান। কিছুদিন পর এই খালটি ঝুঁকির মুখে পড়বে কারন শত শত টলার ও নৌকা চলাচল করে। ক্ষমতার জোরে প্রধান খালটি দখল করে দোকান তৈরি করছে।