মোঃ আল আমিন (বিশেষ সংবাদদাতা): মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইউনিয়ন কমিটি ঘোষণার পরপরই তৃণমূলের একাংশের মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়। এতে তৃণমূলের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা , তপন চৌধুরীর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
নেতারা অভিযোগ করে বলেন, গত ১৭ বছর আমরা হামলা মামলার শিকার হয়েছি, ঘর ছেড়ে বাহিরে রাত্রিযাপন করতে হয়েছে এছাড়াও বিভিন্ন হয়রানির শিকার হয়েছি। আমাদের দোষ ছিল আমরা বিএনপি সমর্থন করতাম। ক্ষমতার পালা বদল হয়েছে এখন নির্যাতিত নেতৃবৃন্দ মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চায়।
কিন্তু দলের ভিতর কিছু অর্থলোভী নেতা নির্যাতিত কর্মীদের মূল্যায়ন না করে অর্থের এর মাধ্যমে আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি ঘোষণা করে।
তাদের দাবি গজারিয়া উপজেলা কমিটিতে থাকা কিছু বিএনপি সিনিয়র নেতা, ত্যাগী নির্যাতিত নেতাদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে গোপনে এই কমিটি তৈরি করেন। এতে তৃণমূল নেতাদের মধ্যে ক্ষোভ এর সৃষ্টি হয়, এই ক্ষোভ বিক্ষোভে পরিণত হয়।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বাতিল করে ত্যাগী, নির্যাতিত ও জনগণ সমর্থন করে এবং দলের নেতৃবৃন্দ সমর্থন করে এমন নেতাদের দিয়ে নতুন কমিটি তৈরি করোন, না করলে তৃণমূল তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। তাই দলকে সুশৃংখল রাখার জন্য এই কমিটি বাতিল করা প্রয়োজন। এবং জনসমর্থন মূলক কমিটি প্রয়োজন।