মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা বিএনপি'র উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি অনূর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্ট এর চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান জোড়াগেট সি এন্ড বি কলোনি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় ২৬ নম্বর দল এবং ১৭ নম্বর ওয়ার্ড দল। চমৎকার নৈপুণ্য খেলা প্রদর্শন করে ১৭ নম্বর ওয়ার্ডদল ৪-১ গোলের ব্যবধানে ২৬ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং খুলনা ২ আসনের ধানের শীষের কান্ডারী শফিকুল আলম তুহিন।
তিনি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এবং তরুণ খেলোয়ারদের উৎসাহিত করেন। তিনি খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।